ঢাবির ‘ভুতুড়ে’ নিয়মে আবাসিক হলে নিষিদ্ধ বিবাহিত ছাত্রীরা

www.tbsnews.net ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১১:১১

ঢাবির ছেলেদের আবাসিক হলগুলোর জন্য একই ধরনের ‘নিয়ম’ রয়েছে; তবে কর্তৃপক্ষ কখনই শিক্ষার্থীদের ওপর এটি চাপিয়ে দেন না। এছাড়া, প্রতিটি হলের জন্য ‘নিয়ম’ এক নয় বলেও জানা গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি নিয়ম অনুযায়ী, বিবাহিত ছাত্রীদের আবাসিক হলগুলোতে থাকতে দেওয়া হয়না। তবে, আশ্চর্যজনকভাবে এ ব্যাপারে আদৌতে লিখিত কোনো আইন বা নিয়ম নেই, যা উল্লেখ করা যেতে পারে।


তা সত্ত্বেও দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল কর্তৃপক্ষ এই ভুতুড়ে নিয়মের চর্চা চালিয়ে যাচ্ছেন। তারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে, বিবাহিত ছাত্রীদের ঢাবির আবাসিক হলে থাকার অনুমতি দেননা, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।


উপাচার্য, উপ-উপাচার্য বা প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো নথিপত্রে এ ধরনের নিয়ম দেখাতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও