কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট মাতিয়ে দিলেন শোয়েব মালিকের ভাতিজা

নয়া দিগন্ত পাকিস্তান প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬

সাম্প্রতিক পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শোয়েব মালিক। 'ভারতের জামাই' শোয়েব মালিক সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। এবার তার ভাইয়ের ছেলে মোহাম্মদ হুরাইরা একেবারে মাতিয়ে দিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট। শোয়েবের ভাতিজার ব্যাট থেকে এলো মহাকাব্যিক ইনিংস। মোহাম্মদ হুরাইরা ত্রিশতরানের এক অনবদ্য ইনিংস শুধু উপহার দিলেন। একেবারে ঝড়ের গতিতে প্রায় এক শ'র কাছাকাছি স্ট্রাইক রেট রেখে এক অনবদ্য ইনিংস উপহার দিলেন।


পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক মরশুমেই নিজেকে চেনালেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ওপেনার মোহাম্মদ হুরাইরা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ত্রিশতরান করলেন ১৯ বছর বয়সী শোয়েব মালিকের 'ভাতিজা' এই ব্যাটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে বালুচিস্তানের বিপক্ষে নর্দার্ন পাকিস্তানের হয়ে ৩৪৩ বলে ৩১১ রানের অনন্য ইনিংস উপহার দেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৪০টি চার ও ৪টি ছয়ে‌। ক্যারিয়ারের প্রথম ত্রিশতরান করলেন মাত্র ১৯ বছর ২৩৯ দিনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও