![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/21/chattogram-building-trouble-201221.jpg/ALTERNATES/w640/chattogram-building-trouble-201221.jpg)
চট্টগ্রামে হেলে পড়েছে দুই ভবন
চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট এলাকায় খাল খননের কাজ চলার মধ্যে পাশের দুটি ভবন হেলে পড়েছে। সোমবার রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল সংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়ে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে।
ভবন হেলে পড়ার পর ওই ভবন দুটি থেকে বাসিন্দারা নিজ উদ্যোগে সরে যেতে শুরু করেছে। সদরঘাট থানার এসআই রনি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিন তলা ও দোতলা ভবন দুটি হেলে পড়তে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভবন হেলে পড়েছে