![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fe11da051-afaf-45b5-9045-905e181ed4b4%252Fctg_thief_01.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পদ্মা সেতুর ডুবে যাওয়া নির্মাণসামগ্রী চুরির দলে ডুবুরি
সাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রামের শাহ মীরপুর এলাকাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে তাঁদের আটক করে চট্টগ্রাম নৌ পুলিশ। পরে কর্ণফুলী থানায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।