ইসির সার্চ কমিটির জন্য ৫ নাম, ৩ প্রস্তাব জাপার

dhakaprokash24.com বঙ্গভবন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যান জাতীয় পার্টির নেতারা। দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের-এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।


সংলাপ শেষে বঙ্গভবনের গেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠনের জন্য আমরা ৪-৫ জনের নাম দিয়েছি। আমরা যে নামগুলো দিয়েছি সে নামগুলো জনগণের কাছে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। মহামান্য রাষ্ট্রপতিও আমাদের আশ্বাস দিয়েছেন, যে সার্চ কমিটি গঠন করা হবে তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।’


তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই ইসি গঠনে আইন করার কথা বলেছি। গত অধিবেশনেও বলেছি। আইনমন্ত্রীকে বলেছিলাম আপনি না পারেন আমাকে বলেন আমি আইনটা আনি। আমাকে এখনো বললে এক সপ্তাহের মধ্যে আইনটা আনতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও