রেলস্টেশন ও ট্রেনে ধূমপান বন্ধে আরও কঠোর হওয়ার পরামর্শ
সব রেলস্টেশন ও ট্রেনে ধূমপান বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল স্টেশন ও ট্রেন ধূমপানমুক্ত রাখতে ধূমপানবিরোধী প্রচারণা বেগবান করার পাশাপাশি আরও বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ এসেছে রেলের অংশীজন সভায়।
আজ সোমবার রেলভবনে রেলপথ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজার সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরে শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়নে দ্বিতীয় অংশীজন সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা সূত্রে জানা যায়, রেলস্টেশন ও ট্রেনে ধূমপান নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দিতে বলা হয়েছে।