You have reached your daily news limit

Please log in to continue


শিং দিয়ে কচ্ছপকে বাঁচাল মহিষ!

প্রকৃতিতে এমন অনেক ঘটনাই ঘটে, যা দেখলে মন ভালো হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে আর সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। ইন্ডিয়া ডটকমের খবর, একটি হৃদয়স্পর্শী ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে, যেখানে এক কচ্ছপকে নিজের শিং দিয়ে প্রাণ রক্ষা করতে দেখা যাচ্ছে মহিষকে।

প্রথমে ভিডিওটি একজন টিকটক ব্যবহারকারী পোস্ট করেন। পরে সেই ভিডিও টুইটারে রিশেয়ার করেন একজন অন্তর্জালবাসী। সেখান থেকেই মূলত হু হু করে ভাইরাল হয়। এ পর্যন্ত ভিডিওটির ভিউ ১৪ লাখের বেশি। লাইক পড়েছে ৬২ হাজারের বেশি। ভিডিওতে দেখা যাচ্ছে, কচ্ছপটি উল্টে পড়ে আছে। আর মহিষটি তার শিং দিয়ে কচ্ছপকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সক্ষম হয় মহিষটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন