You have reached your daily news limit

Please log in to continue


ইডি-র দপ্তরে ঐশ্বরিয়া, শুরু জিজ্ঞাসাবাদ

পানামা পেপারে প্রায় ৩০০ ভারতীয়ের নাম আছে। খেলোয়াড় থেকে বলিউডের তারকা এবং রাজনীতিবিদ-- কেউ বাদ নেই তাতে। এবার সেই মামলায় সোমবার সকালে বলিউডের অভিনেত্রী এবং অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে ডেকে পাঠায় ইডি। দুপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির হন ঐশ্বরিয়া। সকালে এ বিষয়ে ঐশ্বরিয়ার তরফে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।

তবে ইডি জানিয়ে দেয়, সকালেই তার বাড়িতে নোটিস পৌঁছে গেছে। কিন্তু বচ্চন পরিবার মুখ খুলতে রাজি হয়নি। মিস ইন্ডিয়া, যারা অভিনেত্রী হিসেবে সফল ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ ঐশ্বর্য রাই ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হন৷ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলা হয়৷ বর্তমানে তিনি নিজেকে একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন৷ এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের মডেলও হয়েছেন৷ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও তাঁকে প্রায়ই দেখা যায়৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন