You have reached your daily news limit

Please log in to continue


Ashes 2021-22: কাজে এল না বাটলারের লড়াই, ২৭৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে ২-০ এগলো স্মিথের অস্ট্রেলিয়া

একা কুম্ভ হয়ে লড়লেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার। ২০৭ বল খেললেন তিনি। করলেন ২৬ রান। তাও শেষ রক্ষা করতে পারলেন না। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের পঞ্চম দিনে ২৭৫ রানে জো রুটদের হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভ স্মিথরা।

পঞ্চম দিনে জেতার জন্য মাত্র ছয় উইকেট দরকার ছিল অস্ট্রেলিয়ার। শুরুটাও তেমনই হয়। মাত্র চার রান করে আউট হন ওলি পোপ। তার পরে বেন স্টোকসের সঙ্গে কিছুটা জুটি বাঁধেন বাটলার। ম্যাচ রক্ষা করার চেষ্টা করছিলেন তাঁরা। ১২ রান করে আউট হয়ে যান স্টোকস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন