বিদিশা বললেন, তাঁর নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে
প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে জাতীয় পার্টি (জাপা) পুনর্গঠিত হবে। পুনর্গঠিত জাপা এরশাদের দেখানো পথেই হাঁটবে।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদিশা। বিজয়ের ৫০ বছর উদ্যাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় ইসলামী মহাজোট।
আলোচনা সভার ব্যানারে বিদিশার পরিচয়ে জাতীয় পার্টির পুনর্গঠনপ্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়। বিদিশা বলেন, প্রয়াত এরশাদের জাতীয় পার্টিতে ভেদাভেদ, ব্যক্তিস্বার্থে দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়াসহ নানা ধরনের অপতৎপরতা যখন তিনি দেখেন বা শোনেন, তখন তাঁর খুব দুঃখ হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে