![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/12/20/rangpur_fire_2.jpg?itok=uVGZOMMZ×tamp=1639980069)
রংপুর মেডিকেলে আগুন: ৭ নম্বর ওয়ার্ডের সব বেড পুড়ে ছাই
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত বা উৎস সম্পর্কে এখনো কিছু জানাতে পারেটি হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন ছাড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফজালুর রহমান।