You have reached your daily news limit

Please log in to continue


বিষণ্নতার শহরে তারুণ্যের ক্ষোভ

কিশোরী ফাহমিদার কলেজ শুরু নয়টায়, কিন্তু বেরোতে হয় ভোর ছয়টায়। সরু গলিতে রিকশা পাওয়া যায় কম, তা ছাড়া শ্রমজীবী এলাকা বলে সকালের জনস্রোতে হাঁটাও কঠিন। দিনভর বৃষ্টিতে রাস্তাও ডুবে যায়। বৃষ্টি-কাদায় কলেজের সাদা পোশাক নিয়ে খুব ভয়ে থাকতে হয়। এত সব পেরিয়ে আসতে হয় সাভারের আশুলিয়া বাসস্ট্যান্ডে। সেখান থেকে ধানমন্ডির আইডিয়াল কলেজে আসতে তাকে প্রায় দুই ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। এভাবে দিনে চার–পাঁচ ঘণ্টা তার কাটে গণপরিবহনে। যাওয়া-আসায় বাসভাড়া আগে লাগত ৬০ টাকা করে ১২০ টাকা। রিকশাভাড়া মিলিয়ে এক দিন কলেজে আসা-যাওয়া করতে যার প্রায় ১৫০ টাকা খরচ, তার মা পোশাক কারখানার অপারেটর, বাবা থাকেন আলাদা। কেন এত দূরে আসতে হয়? কারণ, সাভার-আশুলিয়ায় তেমন ভালো ও কম খরচের কলেজ নেই। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম চালু হওয়ায় স্বস্তির কথা জানাল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের (নতুন) মেয়েটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন