অপোর নতুন ফোল্ডেবল ফোনে যা থাকছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০৭

আধুনিক মোবাইল বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রোডাক্ট হচ্ছে ফোল্ডেবল ফোন। স্যামসাং এই বাজারে বেশ কিছুদিন আগেই নিজেদের আত্মপ্রকাশ করেছে। পিছিয়ে নেই প্রযুক্তি বাজারে দীর্ঘদিন ধরে রাজতব করা প্রতিষ্ঠান চীনা কোম্পানি অপোও। এবার অপো ফোল্ডেবল তৈরি করলো ফোল্ডেবল মোবাইল। সেটি হলো অপো ফাইন্ড এন। বর্তমানে এটি হাই বাজেটের ফোন হতে চলেছে। অসাধারন সব ফিচার নিয়ে চলতি মাসেই আসছে ফোনটি।


চলুন জেনে নেওয়া যাক কী কী থাকছে অপোর ফোল্ডেবল ফোনটিতে- অপো নতুন ফাইন্ড এন মোবাইলটিতে থাকছে ৭.১ ইঞ্চি ও ৫.৪৯ ইঞ্চি বিশিষ্ট ডুয়েল ডিসপ্লে। ফোল্ডেবল এল টি পি ও অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে আনফোল্ডেড ১৭৯২X১৯২০ পিক্সেল এর পি পি আই ডেনসিটি হবে ৩৭০ ও অপরটি হবে ৯৮৮X১৯৭২ পিক্সেল। এই ফোনটির সঙ্গে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। অপো ফাইন্ড এনের আয়তন হবে আনফোল্ডেড ১৩২.৬X১৪০.২X৮.০ মিলিমিটার ও ফোল্ডেড ১৩২.৬X৭৩X১৫.৯ এবং ওজন হবে মাত্র ২৭৫ গ্রাম। এর ডিভাইস হবে ফোল্ডেবল টাইপের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও