কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিবিসির অনুসন্ধান: গণহত্যা চালানো হচ্ছে মিয়ানমারে

প্রথম আলো মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১১:৫৬

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে, এই অভিযোগ পুরোনো। এ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনও প্রকাশ হয়েছে। এবার জান্তা সরকারের বিরোধিতা করায় গণহত্যা নিয়ে নতুন তথ্য সামনে আনল যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে কয়েকটি স্থানে গণহত্যা চালানো হয়। এতে কমপক্ষে ৪০ জন মানুষকে হত্যা করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও এই গণহত্যা চালানোর সময় যাঁরা পালিয়ে বেঁচে যেতে সক্ষম হয়েছেন, তাঁদের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়েছে, গ্রামে গ্রামে তল্লাশি চালিয়েছেন সেনারা। এরপর যাঁদের হত্যা করা হবে, তাঁদের গ্রামবাসীদের থেকে আলাদা করা হয় ও নির্যাতন চালানো হয়। এরপর তাঁদের হত্যা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও