র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় ওয়াশিংটন দূতাবাস কেন দায়ী?

যুগান্তর মহিউদ্দিন আহমদ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:৩২

যেমনটি আশঙ্কা করেছিলাম, মাত্র আট দিনের মাথায় তাই ঘটল। চরম বিতর্কিত এবং দলদাস এক সাংবাদিক গত শনিবার ১৮ ডিসেম্বর দেশের প্রচার সংখায় শীর্ষে থাকার দাবিদার কিন্তু দামে সস্তা, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক কলামে ওয়াশিংটনে অবস্থিত আমাদের দূতাবাসকে, বিশেষ করে আমাদের রাষ্ট্রদূতকে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ থামাতে ব্যর্থতার অভিযোগে নোংরাভাবে আক্রমণ করেছেন। এ কলামিস্ট নতুন দিল্লিতে আমাদের প্রেস কর্মকর্তার সাফল্যের বয়ানও দিয়েছেন। এ কলামটি পড়ে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, এই প্রেস কর্মকর্তাকে নতুন দিল্লি থেকে ওয়াশিংটনে বদলি করলে কেমন হয়? তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনকে মুহূর্তে জয় করে ফেলবেন? এ কলামটি পড়ে আমার একটু হাসিও পেল; বঙ্গবন্ধু, এরশাদ এবং খালেদা জিয়ার জামানায় তিন তিনজন পত্রিকার সম্পাদক বিদেশে আমাদের রাষ্ট্রদূত ছিলেন। এদের কেউ কেউ বাংলাদেশের জন্য কেমন বিপর্যয় ছিলেন তাও মনে পড়ল। তাই কলামটি পড়ে মনে একটু হাসি এসে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও