কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিপিন রাওয়াতের উত্তরসূরি কে?

প্রথম আলো ভারত প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৭:০৪

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের উত্তরসূরি বেছে নিতে প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। ইতিমধ্যে সুপারিশ করা কিছু নাম গণমাধ্যমে এসেছে। খুব দ্রুতই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে হস্তান্তর করা হবে সুপারিশ করা এ নামের তালিকা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।


৮ ডিসেম্বর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত হন। ওই ঘটনায় তাঁর স্ত্রী মাধুলিকা এবং সশস্ত্র বাহিনীর আরও ১১ জন সদস্যও প্রাণ হারান। হেলিকপ্টার বিধ্বস্তের ওই ঘটনায় একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তবে গত বুধবার তিনিও মারা গেছেন।


বিপিন রাওয়াত নিহত হওয়ার পর ভারতের প্রতিরক্ষাপ্রধানের পদটি এখন শূন্য। এ শূন্য পদে কাকে নিয়োগ দেওয়া যায়, তা নিয়ে প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। বিপিনের উত্তরসূরি বাছাইয়ের জন্য একটি নিয়োগ প্যানেল চূড়ান্ত করা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সমন্বয়ে এ প্যানেল গঠন করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও