You have reached your daily news limit

Please log in to continue


‘ট‍্যাকটিক‍্যাল ফাউল’ বাড়ানোর তাগিদ দিলেন বার্সা কোচ

বার্সেলোনার একের পর এক সাদামাটা পারফরম্যান্সের ভীড়ে এলচের বিপক্ষে তাদের খেলা ছিল বেশ সন্তোষজনক। তবে ২ গোলে এগিয়ে গিয়েও প্রতিপক্ষকে সমতা ফেরানোর সুযোগ করে দেওয়াটা মানতে পারছেন না শাভি এরনান্দেস। এই ধরনের পরিস্থিতি এড়াতে ফের ট‍্যাকটিক‍্যাল ফাউল বাড়ানোর তাগিদ দিলেন বার্সেলোনা কোচ।কাম্প নউয়ে লা লিগায় শনিবার ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

মাঝেমধ্যে এলচে ভীতি ছড়ালেও ওই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে তারা। অবশেষে বদলি নামা নিকো গনসালেসের ৮৫তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।শাভির কণ্ঠে জয়ের আনন্দ থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার মাঝেই ওইভাবে দুই গোল খেয়ে বসাটা ভাবাচ্ছে তাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন