গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:৩৬

যতই দিন যাচ্ছে গুগলের আস্থার জায়গা ততই পোক্ত হচ্ছে। ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে একদিকে যেমন নির্ভরতা তেমনি বাড়ছে নানান সমস্যা। ব্যবহার সহজ হলে হ্যাকারদের তৎপরতাও বেড়ে যায়। অনেকে আবার গুগল বা জিমেইল অ্যাকাউন্টের অ্যাকসেস হারিয়ে ফেলেন। এরপর নানান হয়রানির স্বীকার হন। সেক্ষেত্রে অ্যাকাউন্টের নিরাপত্তা আগেভাগে বৃদ্ধি করতে পারেন। যাতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট লক হয়ে গেলে খুব সহজে তা রিকভার করা যায়।


চলুন জেনে নেওয়া যাক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন- > গুগল অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য নিয়মিত ব্যাকাপ নিয়ে রাখুন। এতে আপনার অ্যাকাউন্টের অ্যাকসেস হারিয়ে ফেললেও তেমন একটা সমস্যাতে পড়তে হবেনা। আগে থেকেই অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকাপ নিয়ে রাখেন। গুগল একাউন্ট ব্যবহারের ক্ষেত্রে যত ডাটা তৈরি হয়, সব ডাউনলোড করার সুযোগ রেখেছে গুগল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও