দেদার আমদানিতেও ধুন্ধুমার চোরাচালান

সমকাল প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:১৭

স্বর্ণ আমদানি রেকর্ড ভাঙছে। চোরাচালান হয়ে আসাও রয়ে গেছে আগের মতো। বৈধ, অবৈধ পথে যত স্বর্ণ দেশে ঢুকছে এত চাহিদা স্থানীয়ভাবে নেই। এর বড় অংশই দেশ থেকে বাইরের দেশে পাচার হচ্ছে। আর পুরো অপতৎপরতায় জড়িয়ে আছে অনেক সিন্ডিকেট আর প্রভাবশালীদের নাম।


বৈধ আমদানির অনুমোদনের পরও দেশে স্বর্ণের ব্যবসা চোরাচালাননির্ভরই রয়ে গেছে। এক সময়ের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চোরাই স্বর্ণের প্রধান রুট হলেও দিনেদিনে ট্রানজিট হয়ে উঠছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এর পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়েও ঢুকছে চোরাই স্বর্ণ। বৈধ পথে যাত্রীরা স্বর্ণ আমদানি করলেও অবৈধ পথে এখনও সক্রিয় আছে বড় সিন্ডিকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও