![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2016%252F07%252F25%252F0342899940989b6e42fe3f7c7bea9168-1.jpg%3Frect%3D0%252C0%252C1000%252C525%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252F38a30483-8bc0-4284-96f6-38fef6f8c749%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ঢাকার ছবিতে নাসিরুদ্দিন শাহ
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:০৪
সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ছবি ‘প্রজেক্ট অমি’তে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবির পরিচালক অমিত আশরাফ এটি নিশ্চিত করেছেন।
অমিত আশরাফ বলেন, ‘আমরা কয়েকবার নাসিরুদ্দিন শাহর সঙ্গে মিটিং করেছি। আমাদের ছবির গল্প ও চরিত্র দেখে তাঁর পছন্দ হয়েছে। ভারতীয় উপমহাদেশে সায়েন্স ফিকশন ঘরানার ছবি তৈরি হয় না বললেই চলে। আমাদের প্রজেক্টটি তাঁর ভালো লেগেছে। তিনি শুটিংয়েরও শিডিউল দিয়েছেন।’