সৌরদীপ সুযোগটা হাতছাড়া করেন না
প্রথম আলো
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৭:০৩
হোক অলিম্পিক, আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা কিংবা ডায়ানা অ্যাওয়ার্ডের মতো বড় আয়োজন—ভিনদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যান যে তরুণেরা, বিদেশযাত্রায় তাঁদের অনেকেরই সঙ্গে সব সময় থাকে লাল-সবুজ পতাকা। কীভাবে এই পতাকাই তাঁদের পরিচয় হয়ে ওঠে? কেমন করে পতাকা থেকে প্রেরণা পান তাঁরা?
বিতর্ক-অন্তঃপ্রাণ সৌরদীপ পালের বিতার্কিকজীবন শুরু হয়েছিল কলেজ থেকে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে জাতীয় পর্যায়ে বহু বিতর্কে অংশ নিয়েছেন। দেশের বাইরেও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ছিনিয়ে এনেছেন পুরস্কার। যতবার বিতর্ক করতে ভিনদেশে গেছেন, সব সময় সঙ্গে ছিল বাংলাদেশের পতাকা।