হজ-ওমরাহ মৌসুমে টিকিটের দাম বাড়ার পেছনে ‘বিমানের অসাধু কর্মকর্তারা’
হজ ও ওমরাহ মৌসুম এলেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের দাম ‘অনৈতিকভাবে’ বাড়ানো হয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। তারা বলেছে, এর পেছনে বিমানের কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত। অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তসহ তাঁদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল নাসের লিখিত বক্তব্য পাঠ করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিকিটের দাম বাড়ার সঙ্গে সংশ্লিষ্ট ‘সিন্ডিকেটের’ কারও নাম বলতে রাজি হননি তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে