'বিচার বিভাগের সব বড় অর্জন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সময়ে'
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের বিচার বিভাগের বড় বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার শাসনামলে হয়েছে। আজ শনিবার সুপ্রিমকোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন।
দিবসটি উপলক্ষে শনিবার সুপ্রিমকোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। আরো বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন এবং এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সম্মানীয় অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।