![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Freligion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fquran-20211218195437.jpg)
সবচেয়ে প্রিয় বস্তু ব্যয় সম্পর্কে আল্লাহ কী নির্দেশ দিয়েছেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:৫৪
কোরআন আল্লাহর কিতাব। মানুষের জীবন বিধান ও পথনির্দেশ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাজিল হওয়া এ মহাগ্রন্থের প্রথম অনুসারী ও সম্বোধিত ব্যক্তিরা হলেন সাহাবায়ে কেরাম। কোরআনের বিধান ও নির্দেশ পালনে তারা সবসময় তৈরি থাকতো।
এমনই একটি নির্দেশ হলো- সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয়। আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় বস্তু ব্যয় করায় কী ফল রয়েছে, তা ওঠে এসেছে কোরআনের এ বর্ণনায়। আল্লাহ তাআলা বলেন- لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ ‘তোমরা কখনও সওয়াব বা পুণ্য অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহর পথে ব্যয় করো।