নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা
এনটিভি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:১৫
২০১৮ সাল থেকে সদস্য দেশগুলোকে নিয়ে নেশনস লিগ আয়োজন করছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এরই মধ্যে দুটি আসর সফলভাবে আয়োজন হয়েছে। এবার তৃতীয় আসরের অপেক্ষা। তবে তৃতীয় আসরের পরই বড় চমক পেতে যাচ্ছে ফুটবল ভক্তরা।
কারণ ২০২৪ সাল থেকে নেশনস লিগে খেলবে লাতিন আমিরেকার দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বর্তমানে উয়েফা নেশনস লিগে অংশ নেয় শুধু ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশ। আগামী ২০২২-২৩ মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষে বড় ধরনের পরিবর্তন আসবে নেশনস লিগে।