কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুপিসারেই ‘সাশ্রয়ী’ নতুন তিন জিপিইউ আনছে এনভিডিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২৫

নতুন তিনটি জিপিইউ আরটিএক্স ২০৫০, এমএক্স৫৭০ এবং এমএক্স৫৫০-এর ঘোষণা দিয়েছে গ্রাফিক্স চিপ নির্মাতা এনভিডিয়া। নতুন পণ্য নিয়ে বড় পরিসরে হৈচৈ-এর জন্য প্রতিষ্ঠানটির আলাদা পরিচিতি থাকলেও ল্যাপটপে ব্যবহারের জন্য নির্মিত নতুন জিপিইউ নিয়ে এবার যেন কোনো উচ্চবাচ্য করছে না ওই নির্মাতা।প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, সাশ্রয়ী দামের নোটবুক নির্মাতাদের জন্য নতুন  জিপিইউয়ের নকশা করেছে এনভিডিয়া।


তবে, হাই-পারফর্মেন্স ভিডিও গেইম বা সৃজনশীল কাজে ব্যবহারের বেলায় কম্পিউটারের সমন্বিত জিপিইউ-এর তুলনায় নতুন জিপিইউগুলো ভালো পারফর্মেন্স দেবে– এমনটা ভাবার কোনো কারণ নেই।আলাদা জিপিইউ চিহ্নিত করতে না পারলে কাজ করবে না, এমন সফটওয়্যারের বেলায় নতুন জিপিইউগুলো কাজে আসবে বলে জানিয়েছে সাইটটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও