You have reached your daily news limit

Please log in to continue


Pushpa: The Rise: গুছিয়ে ব্যবসা দক্ষিণী ছবি ‘পুষ্পা’-র, হিন্দির পরে কি নতুন প্রতিযোগী পেল বাংলা ছবি?

অল্লু অর্জুনের নতুন ছবি। ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। গোটা দেশে তো বটেই, দক্ষিণী ছবি রমরমিয়ে চলছে কলকাতাতেও। অতিমারির ধাক্কা সামলে সবে একটু একটু করে ছন্দে ফিরছে ছবির দুনিয়া। হলমুখী হচ্ছেন দর্শক। পুজোর সময় থেকেই প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পথে হাঁটছে টলিউডও। তার মধ্যেই সব হিসেব ওলটপালট করে দিল তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’।

খাস বাংলায় কি তবে বাংলা ছবিকেই এ বার চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল দক্ষিণী ছবি? বলিউডি ছবির পরে হয়ে উঠল টলিউডের নতুন প্রতিযোগী? শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের এই নতুন ছবি। বক্স অফিসের হিসেব বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে লাল চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন