আ.লীগের ‘বিজয় শোভাযাত্রা’, যানজটে দুর্ভোগ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আজ শনিবার ঢাকায় ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এতে রাজধানীর প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় কাটাতে হয়েছে। কোথাও কোথাও দুই থেকে তিন ঘণ্টা বাসের মধ্যে বসে থেকে একপর্যায়ে হাঁটা শুরু করতে হয়েছে কাউকে কাউকে।
এই শোভাযাত্রা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা। বেলা দুইটায় তাঁদের এই সমাবেশ শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে আসতে থাকেন। সোহরাওয়ার্দী উদ্যান ঘুরেই তাঁরা চলেন যান ধানমন্ডির দিকে।