কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তদন্ত প্রতিবেদন জমা, কারণ দর্শানোর নোটিশ পাচ্ছেন অধ্যাপক নিখিল

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:১৪

রাষ্ট্রায়ত্ত পাঁচ সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নাম আসা অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। অভিযোগ খতিয়ে দেখতে বুয়েট কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদনে কী আছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গত ২১ নভেম্বর একটি তদন্ত কমিটি করেছিল বুয়েট কর্তৃপক্ষ। বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। এর ভিত্তিতে নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। হয়তো দু-এক দিনের মধ্যেই তাঁকে নোটিশটি পাঠানো হবে। সাত দিনের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে হবে। এরপর বুয়েটের সিন্ডিকেটে আলোচনার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও