অভিবাসী সমাধানে করণীয় কী?
দালাল ও সিন্ডিকেট জটিলতায় তিন বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সুযোগ না থাকলেও গত এক বছরে ২১ হাজার আনডকুমেন্টেড (কাগজপত্রহীন) বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটি। এরই মধ্যে সুসংবাদ পাওয়া গেল, বাংলাদেশি কর্মীদের জন্য ফের চালু হচ্ছে মালয়েশিয়ার বন্ধ দুয়ার।
সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে কুয়ালালামপুরে আনুষ্ঠানিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এমন এক আশা জাগানিয়া খবরের মধ্যে এসেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনবো-মর্যাদা ও নৈতিকতা’।