![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567440500.jpg&path=/uploads/news/2021/Dec/18/1639800773462.jpg&width=600&height=315&top=271)
গার্ড মুলারের রেকর্ড ভাঙলেন লেওয়ানডোস্কি
বার্তা২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১০:১২
পুরনো এক রেকর্ড ভাঙলেন রবার্ট লেওয়ানডোস্কি। লিখলেন নতুন এক রেকর্ড। পোল্যান্ডের এ তারকা স্ট্রাইকার ২০২১ সালে বুন্দেসলিগায় পেলেন ৪৩তম গোলের দেখা। তাতেই এক বর্ষপঞ্জিকায় জার্মান লিগে গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লেওয়ানডোস্কি।
১৯৭২ সালে বুন্দেসলিগায় ৪২ গোল করে রেকর্ড গড়ে ছিলেন মুলার। সেই রেকর্ড এতো দিন ছিল তারই দখলে। কিন্তু শুক্রবার রাতে দুরন্ত এক ভলিতে চমৎকার এক গোলের দেখা পেয়ে যান ৩৩ বছরের লেওয়ানডোডিস্ক। তাতেই রেকর্ডটা চলে যায় এই ফুটবল মেগাস্টারের দখলে।
- ট্যাগ:
- খেলা
- রেকর্ড
- নতুন রেকর্ড
- গার্ড মুলার