নিরামিষভোজী কুমির!
যুগান্তর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১০:১২
কুমির মাংসশাসী প্রাণী। জলে ও স্থলে সাবলীলভাবে বিচরণকারী এই প্রাণীটি সাধারণত মাছ কিংবা মাংস খেয়েই জীবন ধারণ করে। তবে ভারতের কেরালার এই কুমির মাছ কিংবা মাংস নয়, ৭০ বছর ধরে বেঁচে আছে ভাত খেয়ে!
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার এক মন্দিরের পাশে পুকুরে থাকে বাবিয়া নামে ওই কুমির। ওই মন্দিরে মাছ-মাংস খাওয়া বারণ। কুমির হলেও সেই নিষেধাজ্ঞা থেকে ছাড় পায়নি বাবিয়া। মন্দিরের পুরোহিত নিজেই বাবিয়াকে ভাত খাওয়ান বলে জানা গেছে।
- ট্যাগ:
- জটিল
- কুমির
- নিরামিষভোজী
- কুমির খামার