লিভারে সন্তান ‘ধারণ’!

যুগান্তর প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১০:০৯

জরায়ুতে নয়, লিভারে সন্তান ধারণ করেছেন এক নারী। আলট্রাসনোগ্রামের পর এই বিরল গর্ভধারণের বিষয়টি চিকিৎসকদের নজরে আসে বলে ব্রিটিশ গণমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে। 



কানাডার ম্যানিটোবার চিলড্রেনস হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ ডা. মাইকেল নার্ভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। 


ভিডিওতে ডা. মাইকেল নার্ভি বলেন, ১৪ দিন ধরে ঋতুকালীন রক্তক্ষরণ হওয়ায় আমার কাছে ৩৩ বছরের এক নারী আসেন। পরীক্ষার পরে চিকিৎসকরা দেখেন একটোপিক গর্ভধারণের ফলে ওই নারী লিভারে সন্তান ধারণ করেছেন। 

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও