You have reached your daily news limit

Please log in to continue


১৩০০ পায়ের কেন্নোর সন্ধান মিললো আস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী সম্প্রতি ১৩০০ পা বিশিষ্ট মিলিপিডের (কেন্নো) সন্ধান পেয়েছেন। ঈষৎ সাদা বর্ণের ৯৫ মিলিমিটার দৈর্ঘ্যের এই কেন্নোটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যেকোনো প্রাণীর চেয়ে বেশি পদযুক্ত। 

এটি একটি সিফোনোটিডি গোত্রের প্রাণি। এর নামকরণ করা হয়েছে ইউমিলিপস পারসেফোন (Eumillipes Persephone)। কেন্নোটি পশ্চিম অষ্ট্রেলিয়ার খনি অঞ্চলের ৬০ মিটার (প্রায় ২০০ফুট) গভীরে পাওয়া যায়। এর আগে সর্বোচ্চ পা বিশিষ্ট রেকর্ডকৃত কেন্নো প্রজাতির প্রানির মাত্র ৭৫০টি পা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন