‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের প্রেমিক শ্রীবল্লীর চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা। ছবিটির জন্য টানা দেড় বছর সময় দিয়েছেন রাশ্মিকা। এর মধ্যে অনেক সময়ই টানা কয়েক দিন সেটে থাকতে হয়েছে। মা-বাবাসহ পরিবারের কারো সঙ্গেই দেখা পর্যন্ত হয়নি। রাশ্মিকা মজা করে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তো ছবির পরিচালক সুকুমারকে বলেছিলাম, মা-বাবা মনে হয় আমাকে ত্যাজ্য করে দেবেন। আপনি আমাকে দত্তক নেবেন?’
You have reached your daily news limit
Please log in to continue
প্রভাবশালী তারকা রাশ্মিকা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন