কয়েদির পোশাকে আদালতে সু চি
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে সাদা ও বাদামি রঙের ডোরাকাটা কয়েদির পোশাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা একথা জানিয়েছেন।গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে রুদ্ধদ্বার বিচারে এ মাসেই সু চি কে চার বছরের কারাদণ্ড দিয়েছিল জান্তা সরকার।পরে সেই সাজা কমিয়ে দুই বছর করা হয় এবং সঙ্গে এও জানানো হয়েছিল, বর্তমানে অজ্ঞাত যে স্থানে সু চিকে আটকে রাখা হয়েছে, সেখানেই তিনি সাজা খাটবেন। তাকে কারাগারে পাঠানো হবে না।
কিন্তু শুক্রবার সু চিকে প্রথমবারের মতো তার চিরাচরিত পোশাক নয়, বরং মিয়ানমারের কয়েদির পোশাক- সাদা ব্লাউজ আর বাদামি লুঙ্গি- পরে আদালতে হাজির হতে দেখা গেছে।সু চি সাধারনত মার্জিত ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং কখনও কখনও চুলে ফুল গুঁজে রাখেন।কিন্তু এদিন তাকে কয়েদির পোশাকের ওপর ঠাণ্ডার কারণে একটি ওভারকোট পরতে দেখা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরিবর্তন
- পোশাক
- জেলহাজত
- কয়েদি
- অং সান সু চি