নারকেলের পুরে সুস্বাদু পাকন পিঠা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৪০
শীত আসতেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। এরই মধ্যে অনেকেই বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করা শুরু করেছেন নিশ্চয়ই! ভাপা পিঠা কিংবা চিতই ছাড়াও বাহারি সব পিঠার মধ্যে পাকন পিঠার জনপ্রিয়তাও অনেক। বিশেষ করে নারকেলের পুরে তৈরি পাকন পিঠার মজাই আলাদা।
অনেকেই এই পিঠা তৈরি করা বেশ ঝামেলার মনে করেন। তবে চাইলেই খুব সহজে তৈরি করা যায় এই পিঠা। এই পিঠার মজার একটি বিশেষত্ব হলো, এটির বাইরে শুকনা থাকলেও এর ভেতরে খুব রসালো। এটি নড়াইলের খুব বিখ্যাত ও আঞ্চলিক একটি পিঠা। জেনে নিন সুস্বাদু এই পিঠা তৈরির সহজ রেসিপি-
- ট্যাগ:
- লাইফ
- রেসিপি
- শীতের পিঠা
- পাকন পিঠা