![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fus-20211217155353.jpg)
উইঘুরদের এলাকা থেকে পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
চীনের উইঘুর অধ্যুষিত অঞ্চল থেকে আগে থেকেই পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। তবে সেখান থেকে পণ্য আমদানির ওপর একটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বিলে বলা হয়, কোম্পানিগুলোকে প্রমাণ দেখাতে হবে যে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি।
অর্থাৎ পণ্য উৎপাদনে চীন সেখানকার শ্রমিকদের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এরকম প্রমাণ দেখাতে হবে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীন উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ বারবারই করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এমন অভিযোগ অস্বীকার করছে বেইজিং।