মঙ্গলে ‘উল্লেখযোগ্য পরিমাণ পানি’ পাওয়ার দাবি ইউরোপিয়ান মহাকাশ সংস্থার

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৩:৫৪

লাল গ্রহ মঙ্গলের গিরিখাতে (গ্র্যান্ড ক্যানিয়ন) 'উল্লেখযোগ্য পরিমাণ পানি' থাকার কথা জানিয়েছে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা।


গতকাল বৃহস্পতিবার সিএনএন জানায়, এই প্রতিবেশী গ্রহকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে বিষয়টির খোঁজ পেয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা।


মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন 'ভ্যালিস মেরিনারিসে' পানির অস্তিত্ব শনাক্ত করেছে 'দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার'। ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ও রুশ মহাকাশ সংস্থা 'রসকসমস' যৌথভাবে ২০১৬ সালে মিশনটি চালু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও