কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে করোনার টিকা তৈরিতে এডিবির ৯৪০ মিলিয়ন ডলারের ঋণ

www.tbsnews.net এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১০:৪০

দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন এবং বুষ্টার ডোজ টিকা কিনতে আরো ৯৪০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে বাজেট সহায়তা হিসেবে এ ঋণ দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে তারা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এই তথ্য জানা গেছে।


আলোচনা চূড়ান্ত হলে চলতি অর্থবছরে এডিবির কাছ থেকে এ অর্থ পাওয়া যাবে। এর আগে চলতি অর্থবছরের শুরুর দিকে একই পরিমান বা ৯৪০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলো এডিবি। সেই অর্থ ব্যবহার করে বর্তমানে টিকা কার্যাক্রম চলছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব এবং উইং প্রধান (এডিবি)ড. পিয়ার মোহাম্মদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এডিপির এই ঋণের ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হবে গোপালগঞ্জে টিকা উৎপাদনে। বাকি ৪৪০ মিলিয়ন ডলার ব্যয় হবে বুষ্টার ডোজ টিকা কিনতে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও