আন্তঃসম্প্রদায় ও সম্প্রীতির সমন্বয়ই সুফিতত্ত্ব
আজ ১৭ ডিসেম্বর সুফি সম্রাট মওলানা জালালুদ্দিন রুমির ৭৪৮তম প্রয়াণ দিবস। জালালুদ্দিন রুমি ৩০ সেপ্টেম্বর ১২০৭ খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের উত্তর সীমানায় অবস্থিত বল্খ নগরে বিশিষ্ট আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাহাউদ্দিন ওলদ ও মাতার নাম মোমিনা খাতুন। মওলানা পিতার দিক থেকে হজরত আবু বকরের (রা.) ও মাতার দিক থেকে হজরত আলির (রা.) বংশধর ছিলেন। বাহাউদ্দিন ওলদ অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। তাকে সুলতানুল ওলামা বলা হতো। তিনি ছিলেন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ, সুফি এবং অতীন্দ্রিয়বাদী, যার ছিল অদম্য সাহস, সাধুতা, অন্তরের মহত্ত্ব এবং খোদার প্রতি দার্শনিক বা মৌল অভিগমনের পরিবর্তে সরাসরি আধ্যাত্মিকভাবে সমীপবর্তী হওয়ার বাসনা। পিতার এই বৈশিষ্ট্যতায় রুমি ভীষণভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত হয়েছিলেন।