![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Feea8d031-e705-4a73-ba4c-69078a80d8d1%252FWhatsApp_Image_2021_12_16_at_19_10_46.jpeg%3Frect%3D0%252C0%252C2702%252C1520%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
নিউজিল্যান্ডে আরও তিন দিন রুম কোয়ারেন্টিনে বাংলাদেশ
শেষ হয়েও হলো না শেষ! স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এবং কোভিডে আক্রান্ত এক বিমানযাত্রীর আশপাশে থাকাদের বাদ দিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের অন্যরা কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছিলেন কাল। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারলেও সবাই মাঠেও গিয়েছিলেন। কোয়ারেন্টিন সেন্টার ছেড়ে কাল তাঁদের উঠে যাওয়ার কথা ছিল টিম হোটেলেও। কিন্তু এরপরই এল দুঃসংবাদ।