সম্পদ আর ক্ষমতার বোঝা
সম্পদ পুঞ্জীভূত করা মানুষের একটি সহজাত প্রবণতা। নবী মূসা আ:-এর সময়ে কারুন ছিল বিপুল অর্থবিত্তের মালিক। তার সম্পদের ভাণ্ডারের আকার বোঝাতে গিয়ে আল্লাহ তায়ালা চাবির কথা বলেছেন। শুধু চাবিগুলো বহন করত একদল পাহলোয়ান। তাতেও তারা ক্লান্ত হয়ে যেত। তার কী পরিমাণ আবাদি জমি ছিল, কতটি খাদ্যগুদাম ছিল কিংবা হীরা-জহরত স্বর্ণ-রৌপ্যের ভাণ্ডারের আকারের বদলে এভাবে চাবির কথা বলে বিপুল সম্পদ থাকার বিষয়টি আল্লøাহ সহজে বোঝালেন। এখন ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয় বিলিয়ন ডলারে। একজন কত বড় ধনী তার কত বিলিয়ন ডলার সম্পদ রয়েছে তা জানলে মানুষ মোটামুটি আন্দাজ করে নিতে পারে। জানা যাচ্ছে বিশ্ব ধনকুবেররা এতটাই সম্পদের মালিক হয়ে উঠছেন, অচিরেই তাদের কোনো কোনো সম্পদশালীর সম্পদ ট্রিলিয়ন ডলারে পরিমাপ করতে হবে। পৃথিবীর এমন বহু দেশ রয়েছে যার পুরোটা বিক্রি করে দিলেও এক ট্রিলিয়ন ডলার অর্থ পাওয়া যাবে না।