বাংলাদেশ: ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফিনিক্স

www.tbsnews.net শাখাওয়াত লিটন প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:৫৫

চার দশকের ব্যবধানে দুজন অর্থনীতিবিদের দুটি বিপরীত মন্তব্য বাংলাদেশের উন্নতির কাহিনি বলে দেয়।


১৯৭৩ সালে ক্যামব্রিজের অর্থনীতিবিদ অস্টিন রবিনসন লিখেছিলেন, 'এই মুহূর্তে বাংলাদেশ হলো মালথুসিয়ান স্থবিরতার একটি টেক্স-বুক উদাহরণ।... বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার দেখে চরম দারিদ্র্য থেকে এর পরিত্রাণের কোনো রাস্তা দেখছি না আমি।'


বছর দুয়েক আগে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সাফল্য সহকারে মালথুসিয়ান স্থবিরতা থেকে বাংলাদেশের নিস্তার পাওয়ার সাফল্যের বেশ উচ্চকিত প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, "দক্ষিণ এশিয়ার সবচেয়ে গরিব দেশগুলোর একটি হওয়ার চেয়ে বাংলাদেশ বরং একটি উদীয়মান 'টাইগার' অর্থনীতি হয়ে উঠেছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও