৭২'র সংবিধান পূর্ণ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল নিরস্ত্র জনগণের সশস্ত্র মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ করেছে। এই পঞ্চাশ বছরে যেমন গৌরবের অধ্যায় রয়েছে, তেমনি রয়েছে অগৌরবের অধ্যায়। আমরা মহান স্বাধীনতা পেয়েছি। পবিত্র সংবিধান অর্জিত হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
এই সময়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। নারীশিক্ষা বেড়েছে। দেশ চলছে সাংবিধানিক শাসন ব্যবস্থায়। সাম্প্রদায়িকতা অনেকটাই মুক্ত হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে দেশের উন্নতি হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে দেশ বেশ এগিয়েছে।