মৃত নারী ‘টিকা নিয়েছেন’

প্রথম আলো উত্তর প্রদেশ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১৩:৩৪

করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই মারা যান এক নারী। এরপরও স্থানীয় কর্তৃপক্ষ এই নারীর নাম টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের তালিকায় রেখেছে। শুধু তা-ই নয়, মৃত ওই নারীর ছেলের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনা প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। চলছে তদন্ত।


ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারানসিতে। সংবাদমাধ্যম ডেকার্ন হেরাল্ড গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানকার ইসাইতোলা কলোনিতে থাকতেন ওই নারী। তিনি ছেলের মুঠোফোন থেকে করোনার টিকার জন্য নিবন্ধন করেছিলেন। গত এপ্রিলে সেখানকার রাজঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে টিকার প্রথম ডোজ নেন তিনি। তবে টিকা নেওয়ার সপ্তাহখানেক পর ৬৭ বছর বয়সে মারা যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও