শেষ হয়নি পিআইসি গঠন, তবু কাজ শুরু
সুনামগঞ্জের ছয়টি উপজেলায় গতকাল বুধবার ফসল রক্ষা বাঁধের ১৮টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের নেতারা বলেন, প্রকল্পের সংখ্যা কম হলেও নির্ধারিত সময়ে কাজ শুরু হওয়া ইতিবাচক। কিন্তু নভেম্বর মাসের মধ্যে সব হাওরে প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ করার কথা থাকলেও এখনো সেটি হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, দোয়ারাবাজার, শাল্লা ও ধরমপাশা উপজেলার বিভিন্ন হাওরের ১৮টি প্রকল্পে কাজ শুরু হয়। জেলায় এ পর্যন্ত ২৪৭টি প্রকল্প অনুমোদন হয়েছে। বাঁধ নির্মাণের কাজে এবার প্রাথমিক বরাদ্দ হিসেবে ৬৬ কোটি ৬৩ লাখ টাকা পাওয়া গেছে। বিভিন্ন হাওরে পানি থাকায় প্রকল্প নির্ধারণের কাজ এখনো চলছে।