মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি
মুক্তিযুদ্ধের প্রত্যাশা এখনও স্বপ্নই রয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিল এক থেকে দেড় লাখ। এখন তা তিন লাখে পৌঁছেছে। দুই-তিন লাখ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। তাদের বীরাঙ্গনা বলা হয়। এখন সরকারের পক্ষ থেকে মাত্র চারশ বীরাঙ্গনা নারীকে ভাতা দেওয়া হচ্ছে। আবার এ ভাতা পেতেও ঘুষ দিতে হয়। দেশের মানুষ পরিপূর্ণ পুষ্টি পায় না। চিকিৎসাসেবা পায় না।
এটিও সত্য যে, এখনও একটি ইউনিয়নে ৪০ থেকে ৫০ হাজার মানুষের বাস থাকলেও একজন এমবিবিএস পাস চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না। এটা লজ্জার ব্যাপার। বিল্ডিং আছে কিন্তু চিকিৎসক নেই। আমরা বলি, দেশে মৃত্যুর হার কমেছে। কিন্তু কার তুলনায় মৃত্যুহার কমেছে। কিউবার সঙ্গে তুলনা করলে কম। ভারতের সঙ্গে তুলনায় এগিয়েছে। কিন্তু কেরালা, শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে। ব্যক্তিগত স্বাস্থ্যসেবায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়। স্বাস্থ্যসেবায় মোট খরচের ৬০-৭০ ভাগ যায় মানুষের পকেট থেকে। সবার পক্ষে শহরে আসা সম্ভব নয়। সংবিধান স্বীকৃত স্বাস্থ্যসেবার অধিকার পাচ্ছে না সব মানুষ। এটা সবচেয়ে বড় ব্যর্থতা সরকারের।