 
                    
                    শিক্ষা খাতে ‘ছেলে-মেয়ের সমতা’ বিস্ময়কর অর্জন
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১১:৪০
                        
                    
                জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা খাতে বিপ্লব আনতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হওয়া উন্নয়নের ঝান্ডা এখন বয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষা খাতে উল্লেখ করার মতো বাংলাদেশের অর্জন এখন অনেক। উল্লেখযোগ্য অর্জন নিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। তবে শিক্ষাবিদদের মতে, সংখ্যাগত দিক থেকে শিক্ষায় ব্যাপক অগ্রগতি হলেও মানের দিক থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছান যায়নি।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাথমিকে প্রায় শতভাগ ভর্তি, শিক্ষায় লিঙ্গ সমতা এখন বিশ্বের কাছে উদাহরণ। বছরের প্রথম দিনে দশম শ্রেণি বা সমমান পর্যন্ত বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণেও বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                