কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারত–পাকিস্তানের চেয়ে আয় ও আয়ুতে বাংলাদেশ এগিয়ে

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৪

স্বাধীনতার ৫০ বছর পার করল বাংলাদেশ। এই পাঁচ দশকে অর্থনৈতিক ও সামাজিক খাতে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। কিছু ক্ষেত্রে তো ভারত ও পাকিস্তান পেছনে পড়ে গেছে। বিশেষ করে আয় ও আয়ুতে দুই প্রতিবেশীর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। শ্রমবাজারে নারীর অংশগ্রহণও তুলনামূলক বেশি, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। অথচ স্বাধীনতার পরপর এসব খাতে ওই দুটি দেশের তুলনায় বাংলাদেশ বেশ পিছিয়ে ছিল।


বাংলাদেশ এমন এগিয়ে যাওয়ার কারণ কী, জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ একসময় ছিল কপালের লিখনের ওপর নির্ভরশীল। কিন্তু স্বাধীনতার পর উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণ ব্যাপক হারে বেড়েছে। তারাই উন্নয়নের প্রধান কারিগর।’ এই অর্থনীতিবিদের দৃষ্টিতে বাংলাদেশের সফলতা অর্জনের কারণগুলো হচ্ছে খাদ্যনিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত হওয়া, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ইত্যাদি। তিনি বলেন, ‘আগামী ৫০ বছরে আমরা কতটা এগিয়ে যাব, সে জন্য রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা উচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও